জাতিসংঘে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধের আহ্বান ড. মুহাম্মদ ইউনুসের।
জাতিসংঘে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধের আহ্বান ড. মুহাম্মদ ইউনুসের।

জাতিসংঘে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধের আহ্বান ড. মুহাম্মদ ইউনুসের।

ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধে অনেক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। যেটা বিশ্ববাসীর জন্য লজ্জার। বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না। ফিলিস্তিনের বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং তা সমগ্র মানবজাতির জন্যই উদ্বেগের।

শুক্রবার (সেপ্টেম্বর ২৭) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন ড. ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, ‘বহুমুখী সংকটে জর্জরিত বর্তমান বিশ্বে, যুদ্ধ ও সংঘাতের ফলে ব্যাপক ভিত্তিতে মানুষের অধিকার খর্ব হচ্ছে। একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনির জীবন অমূল্য। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে। তাছাড়া ইউক্রেন রাশিয়া মধ্যকার যুদ্ধ বন্ধেরও আহ্বান জানিয়েছেন তিনি। উভয় দেশের যুদ্ধের প্রভাব বাংলাদেশে পড়েছে বলে তিনি মত প্রকাশ করেন।

Check Also

The Prime News

৭ই মার্চ দিবস বাতিল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

সরকার আটটি জাতীয় দিবস বাতিল করেছে। এর মধ্যে ৭ই মার্চও অন্তর্ভুক্ত। ১৯৭১ সালের ৭ই মার্চে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *