The Prime News

ফুটবলে জার্সি বা শার্ট খুলে ফেললে কেন হলুদ কার্ড দেয়া হয়?

নভেম্বর, ২০০২। ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা চলছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং সাউথহ্যাম্পটনের। ফিল নেভিল এবং ফ্যাব্রিস ফার্ন্ডানেজের গোলে ১-১ সমতা।

৭৯ মিনিটে নেভিলের সাব হিসেবে নামলেন ঝাঁকড়া চুলের উরুগুইয়ান এক স্ট্রাইকার। নাম, ডিয়েগো ফোরলান।

৮৫ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক কার্লিং শটে ২-১ করেন ফোরলান। প্রথম ইপিএল গোলের আনন্দে জার্সি খুলে মেতে ওঠেন বাঁধভাঙা উল্লাসে।

 

কিন্তু ততক্ষণে সাউথহ্যাম্পটন সেন্টার করে খেলা শুরু করে দিয়েছে। জার্সি না পরে খালি গায়েই ফোরলান নেমে পড়েন মাঠে!! সেইন্টস ফরওয়ার্ড জেমস বিটিকে ট্যাকল-ও করেন। বল আউট হওয়ার পরে, ইউনাইটেডের ৩জন গ্রাউন্ডস স্টাফ এসে নতুন একটা জার্সি পরিয়ে দেন ফোরলান কে।

রেফারি কিছু বলতেও পারছিলেন না। কারণ, তখনো খালি গায়ে খেলার বিরুদ্ধে শক্ত কোনো নিয়ম ছিল না।

 

তবে, এরপরেই নড়েচড়ে বসে ফিফা। নিয়ম করা হয়, জার্সি খুলে ফেলার একমাত্র শাস্তি হলুদ কার্ড।

 

 

Check Also

Jawan 2024 : How to watch on online

How to watch Jawan full movie for free. Watch ESPN Bangladesh Offer you latest movies. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *