শেরপুরে কমিউনিটি পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শেরপুর হাইওয়ে থানার অধীনস্থ সার্বিক বিষয় সমস্যা ও সমাধানের লক্ষে শেরপুর হাইওয়ে থানার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ টায় শেরপুর হাইওয়ে থানা কনফারেন্স হলে মতবিনিময় এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতিকা ইসলাম, বিপিএম, এনডিসি, ডিআইজি-পূর্ব বিভাগ, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেবের পরিচালনায় সভাপতিত্ব করেন মো: শহিদ উল্লাহ, অ্যাডিশনাল ডিআইজি, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন, সিলেট।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক সমকাল পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক নূরুল ইসলাম, আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শিহাবুর রহমান, বিএনপি নেতা শেখ সিরাজ মিয়া, শ্রমিক নেতা জাহাঙ্গীর খাঁন, ব্যবসায়ী সৈয়দ হোমায়েল আহমেদ, বৃহত্তর শেরপুর ছাত্র সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সৈয়দ জাফর কল্লোল, অলিউর রহমান, এহিয়া আহমেদ, ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম রকি, সাংবাদিক আব্দুস সামাদ আজাদ, ক্রিয়েটিভ নিউজ এর বার্তা সম্পাদক ফাহাদ আহমদ, সাংবাদিক কয়েছ আহমেদ, মুহিবুর রহমান সহ সুশীল সমাজের অন্যান্য ব্যক্তিবর্গ।

এতে উপস্থিত সকলেই হাইওয়ে পুলিশের প্রশংসা করেন। শেরপুর হাইওয়ে থানা এলাকাধীন স্কুল এন্ড কলেজ রোডে দুর্ঘটনা কবলিত গাড়ি না রাখার ব্যাপারে ব্যবস্থা নেওয়া, শেরপুর সেতুতে ত্রুটি দূরীকরণে ব্যবস্থা নেওয়া, মহাসড়ক এলাকাধীন বাজারগুলোতে যথাযথ জাগায় গাড়ি পার্কিং ব্যবস্থা নিশ্চিতকরণ, জনগুরুত্বপূর্ণ এলাকা হিসেবে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ট্রাফিক বসানো, যত্রতত্র অবৈধ ভাসমান স্থাপনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, মহাসড়কে যত্রতত্র খানাখন্দের সংস্কার ও মেরামত, মহাসড়কের বিভিন্ন জায়গায় কালভার্ট-সেতু নির্মাণের কাজে ট্রাক গাড়ি দিয়ে বালু পরিবহন শেষে মহাসড়ক থেকে দুর্ঘটনারোধে বালু অপসারণ, মাদক নির্মুলে যথাযথ ব্যবস্থা নেওয়া সহ বিভিন্ন বিষয়ে ব্যবস্থা গ্রহণের আহবান জানান। প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যে শেরপুরের বিভিন্ন বিষয়ে সংস্কার করার আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি বলে শেরপুরের ছাত্র সমাজ ও এলাকাবাসীকে ধন্যবাদ জানানো হয়।

 

Check Also

নবীগঞ্জে মহাসড়কে প্রাণ গেল ১ জনের।

বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:  ঢাকা- সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দিনারপুর এলাকার নিকটবর্তী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *