বাফুফে’র বাঁক বদলের নির্বাচন আজ
ফুটবলে কাজী সালাউদ্দিনের অধ্যায় শেষ হতে যাচ্ছে। দীর্ঘ ১৬ বছর পর দেশের ফুটবল পাচ্ছে নতুন সভাপতি। রাত পেরোলেই অনুষ্ঠিত হবে ফুটবলের নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচন। বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়ালের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ‘অপরিচিত’ মিজানুর রহমান। তবে সভাপতি পদে তাবিথের জয় অনেকটাই নিশ্চিত। এবারের নির্বাচনে ২১ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৬ জন প্রার্থী। ইতোমধ্যেই সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান। চারটি সহ-সভাপতি পদে লড়ছেন ছয়জন প্রার্থী, এবং ১৫টি সদস্য পদের জন্য লড়ছেন ৩৭ জন।
আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ১৩৩ জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে দেশের ফুটবলের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন হবে। ২০০৮ সাল থেকে পরপর চার মেয়াদে বাফুফে সভাপতির দায়িত্ব পালন করেছেন কাজী সালাউদ্দিন। এবারও তিনি নির্বাচন করার ঘোষণা দিলেও, ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং ১৫ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
সালাউদ্দিনের সরে দাঁড়ানোর পর সভাপতি পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেন তরফদার রুহুল আমিন, কিন্তু তাবিথ আউয়ালের প্রার্থীতা ঘোষণার পর তিনি সিনিয়র সহ-সভাপতি পদে মনোনয়ন কিনেন। পরবর্তীতে তিনি এই পদেও নির্বাচন থেকে সরে দাঁড়ালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইমরুল হাসান সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন। এখন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন মিজানুর রহমান, যদিও দিনাজপুরের এই সাবেক ফুটবলার কারও কাছে ভোট চাচ্ছেন না। তাবিথের জয় নিশ্চিত মনে করা হচ্ছে।
সহ-সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এখানে চারটি পদের বিপরীতে প্রার্থী ছয়জন। ২০১৬ সালের পর পুনরায় সহ-সভাপতি প্রার্থী হয়েছেন সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির। এছাড়া প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক ও লক্ষীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের ওয়াহিদ উদ্দিন চৌধুরি (হ্যাপি), যিনি বিএনপি’র কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরি অ্যানির বড় ভাই। ব্রাদার্স ইউনিয়নের সাব্বির আহমেদ আরেফ এবং স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ী ফাহাদ করিমও এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১৫টি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৭ জন প্রার্থী। নির্বাচনের মাধ্যমে নতুন মুখের সংখ্যা বেশ উল্লেখযোগ্য, যা ভোটের লড়াইয়ে উত্তেজনা যোগাচ্ছে।
আরো পড়ুন:
বাংলা টাইগার্সের নজর এবার বিপিএলে, তিনটি আন্তর্জাতিক লিগে অংশগ্রহণের পর নতুন লক্ষ্য