শুল্ক নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে সরাসরি আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন। শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বাণিজ্য উপদেষ্টা বলেন,

“আমাদের ওপর আরোপিত শুল্ক এবং আমাদের বাণিজ্যের ধরন ও কাঠামোর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে সংযুক্ত হবেন এবং দেশের অবস্থান তুলে ধরবেন। আমরাও আমেরিকায় বাংলাদেশ দূতাবাস ও ঢাকায় মার্কিন দূতাবাসসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছি।”

তিনি আরও বলেন,

“আমরা আমাদের করণীয় বুঝতে চেষ্টা করছি। সম্ভাব্য সুযোগগুলোকে কাজে লাগিয়ে, বাণিজ্য ঘাটতি কমিয়ে আমরা আমাদের প্রতিযোগী দেশগুলোর তুলনায় ভালো অবস্থানে যেতে চাই।”

এ বিষয়ে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান জানান,

“এটি আকস্মিক কোনো ঘটনা নয়। ফেব্রুয়ারির শুরুতেই প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন। সে অনুযায়ী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে আমি ওয়াশিংটনে গিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ, কৃষি বিভাগসহ বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা করি।”

তিনি আরও বলেন,

“তখন থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনার প্রক্রিয়া চলছে। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা সম্পূর্ণ প্রস্তুত এবং মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।”

 

Leave a Comment