উরুগুয়ের বিপক্ষে কে কে খেললে, কিভাবে খেললে ফলাফল ব্রাজিলের পক্ষে আসতে পারে? একটু এনালাইজ করার চেষ্টা করি।
GK: এলিসন
বেন্তোকে অনেকেই নক-আউটে প্রেফার করতে পারে পেনাল্টি স্যুটআউটের কথা মাথায় রেখে। তবে হঠাৎ তাকে মাঠে উদয় করাটা ঠিক হবে না।
RB: ইয়ান কৌতো
ইয়ান কৌতোকে প্রয়োজন একটা সলিড কম্বিনেশনের জন্য। যেন সুযোগ পেলেই সে উপরে উঠে গিয়ে তার ক্লাব সতীর্থ স্যাভিওকে বল ডেলিভার করতে পারে। তাদের বোঝাপড়াটা কাজে লাগাতে হবে। এবং আমরা সবাই অবগত আছি যে জিরোনাকে চ্যাম্পিয়ন্স লীগের টিকিট পাইয়ে দিতে তাদের অবদান কতটা বেশী।
CB: ব্রেমার, দানিলো
জুভেন্টাসের দেয়াল। এখানে কম্বিনেশের প্রয়োজনেই আপনাদের অনেকের অপছন্দের ব্রেমারকে দেখতে চাচ্ছি। কারন ব্রাজিলে সব থাকলেও বর্তমান এই কম্বিনেশন বা বোঝাপড়ার অনুপস্থিতই ভোগাচ্ছে সবচেয়ে বেশী।
ব্রেমার এবং দানিলোকে ডিফেন্সে একেবারে সলিড থাকতে হবে, কোনভাবেই উপরে উঠে যাওয়া যাবে না।
LB: ওয়েন্ডেল
আমরা ইতিমধ্যেই দেখেছি ওয়েন্ডেলের বল নিয়ে উপরে উঠে যাওয়ার এবিলিটি আছে। সে নিঃসন্দেহে রদ্রিগো পর্যন্ত বল পৌঁছে দিতে পারবে।
CM: লুইজ, গুইমারাইস
এদেরকে CM রোলের থেকে বেশী প্লে করতে হবে DM রোল। কৌতো উপরে উঠে গেলে কোনকিছু না ভেবে ডিরেক্ট নিচে (RWB) নেমে আসবে গুইমারাইস এবং আন্দ্রেস পেরেইরাকে সাহায্য করতে চলে যাবে লুইজ, ওয়েন্ডেল বল নিয়ে উপরে উঠে গেলে কোনকিছু না ভেবে নিচে (LWB) নেমে আসবে লুইজ এবং পেরেইরাকে হেল্প করতে চলে যাবে গুইমারাইস।
প্রতিপক্ষ যখন সেন্টার মিডফিল্ডারদের মার্কিং করবে তখন সেই সুযোগে উঠে যাবে ওয়েন্ডেল বা কৌতো।
CAM: আদ্রেস পেরেইরা।
আরাউহু, অলিভিয়েরাকে ধোঁকা দিয়ে সরাসরি ফাইনাল থার্ডে বল বাড়ানো এখন ব্রাজিলের কোন প্লেয়ারের পক্ষেই সহজ হবে না।
পেরেইরার অপশন ২ টা। প্রথমটা হলো রদ্রিগো বা সেভিওর সাথে ২/৩ টা অপ্রয়োজনীয় পাস খেলে ডিফেন্ডারদের রদ্রিগো বা সেভিনোর কাছে দাড়াতে বাধ্য করে নিজের জন্য জায়গা বের করে সরাসরি ডিবক্সে ঢুকে যাওয়া এবং নিজেই গোলে কিক নেওয়া।
দ্বিতীয় অপশন, সাদামাটাভাবে উইংগারদের বল বাড়িয়ে দেওয়া। এটা ফলপ্রসূ হওয়ার সুযোগ বেশী কারন উরুগুয়ের সেন্টারব্যাকদের তুলনায় উইংব্যাক কিছুটা দূর্বল।
পেরেইরার আরেকটা মেজর কাজ থাকবে,
কৌতো 🔄 পেরেইরা 🔄 ওয়েন্ডেল 🔄 পেরেইরা 🔄সেভিও 🔄 পেরেইরা🔄রদ্রিগো🔄পেরেইরা
একটা ডায়মন্ড শেপ বজায় রাখা।
RW: সেভিও
স্পেশাল কিছুই করতে হবে না। শুধু তার ক্লাবমেট ইয়ান কৌতোর বল গুলো রিসিভ করে এন্ড্রিককে অথবা গ্যাপ পেলে রদ্রিগোকে লব পাস দিতে হবে। সুযোগ না থাকলে নিজেই ঢুকার ট্রাই করে পেরেইরাকে স্পেস করে দিতে হবে।
LW: রদ্রিগো
মাদ্রিদের আত্না ভর করাতে হবে। বাকিটা “PROVEN”!
নিজেও ফিনিশ দিতে পারবে কারণ সে অপ্রয়োজনীয় ড্রিবলিং করে বল লুজ করে না, আবার এন্ড্রিকেও পাস দিতে পারবে ফাইনাল থার্ডে।
ST: এন্ড্রিক
সময়মত ডিবক্সে পৌঁছে যওয়া এবং ফিনিশিং দেওয়া।
এই ট্যাকটিকসে ৪ জনকে শুধু ডিফেন্সেই মন দিতে হবে। সেন্টারব্যাক ডানিলো-ব্রেমার এবং ডিফেন্সিভ মিড লুইজ-গুইমারাইস।
এদের মধ্যে সেন্টারব্যাক দুজনকে মাষ্ট এবং মাষ্ট নিজেদের ডিবক্স ছেড়ে উপরে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ মনে করতে হবে।