আবারও টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে উঠেছেন সাকিব আল হাসান।গত সপ্তাহে শীর্ষে জায়গা করে নেয়া ওয়ানিন্দু হাসারাঙ্গা১ নম্বর থেকে দুইয়ে নেমে গেছেন। যার অর্থ ২০ ওভারের ফরম্যাটের বিশ্বকাপে অলরাউন্ডারদের
র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই খেলতে নামবেন বাংলাদেশের সর্বকালের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান।
কিছুদিন আগেও হাসারাঙ্গার সাথে যৌথভাবে শীর্ষে ছিলেন সাকিব। তখন দুজনেরই পয়েন্ট ছিল ২২৮ করে। তবে এক সপ্তাহ আগেই হাসারাঙ্গার কাছে টি-টোয়েন্টি
র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছিলেন সাকিব। তখন টাইগারদের সাবেক অধিনায়কের পয়েন্ট ২২৮ থেকে কমে দাঁড়িয়েছিল ২২৩ এ দাঁড়িয়েছিল।
শীর্ষস্থানটা এক সাপ্তাহও ধরে রাখতে পারলেন না হাসারাঙ্গা। মূলত সাউথ আফ্রিকার বিপক্ষে তার ব্যাটিং পারফরম্যান্স ছিল জিরো। প্রোটিয়াদের বিপক্ষে বল হাতে ৩.২ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিলেও ব্যাট হাতে ২ বলে শূন্য রানে আউট হন। তাতেই
র্যাঙ্কিংয়ে ঘটেছে ওলট-পালট, শীর্ষস্থান হারালেন লঙ্কান অধিনায়ক।
বর্তমানে শীর্ষে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ২২৩। টাইগার সাবেক অধিনায়কের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে হাসারাঙ্গা (২২৩) ।শীর্ষ পাঁচে আর কোন পরিবর্তন আসেনি। তিনে মোহাম্মদ নবী, চারে সিকান্দার রাজা ও পাঁচে মার্কাস স্টয়নিস।