🚨 পেনাল্টি এবং ট্রাইবেকারে বরাবরের মতোই দুর্বল ব্রাজিলীয়ান গোলকিপার অ্যলিশন বেকার,খেলা যখন ট্রাইবেকারে গড়ায় তখন ব্রাজিলের জয়ের আর কোন আশা’ই দেখা যায় না।
যেমন আজকের ম্যাচে ট্রাইবেকারে যাওয়ার পর ব্রাজিল বক্তদের কোনো আশাই ছিল না জিতার।
আর তাই হলো ইউএসএ এর লাস ভেগাস এ ট্রাইবেকারে (৪)০-০(২) এ পরাজয় ব্রাজিল এর
লিভারপুল এবং ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত তিনি ৩১টি পেনাল্টি শ্যুটআউটে সম্মুখীন হয়েছেন,তার মধ্যে তিনি সেভ করেছেন মাত্র ৩টি পেনাল্টি। যেটা খুবই কম একজন ভালো মানের গোলকিপার এর জন্য
অ্যলিশন জাতীয় দলে প্রথম চয়েস হওয়ার কারনও আছে,ব্রাজিল দলের বর্তমান গোলকিপারদের কোচ হচ্ছেন তাফারেল,এই তাফারেলকে আবার অ্যলিশন লিভারপুলে তার হেড কোচ হিসেবে নিযুক্ত করেন।
বেন্তো ব্রাজিলের বিগত ফ্রেন্ডলি ম্যাচ গুলায় ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে অনেক ভালো ভূমিকা রাখেন এবং অবিশ্বাস্য ভালো কিপিং করেছেন,তাকে এখন থেকে তৈরী করতে পারলে আমার বিশ্বাস ব্রাজিলকে আর গোলকিপার নিয়ে ভুগতে হবে না।
অযত্নে বেন্তো হারিয়ে যাবে,নতুনত্বকে প্রাধান্য দিয়ে গড়ে তোলাটাই এখন সিবিএফের প্রতি আহ্বান।